হোল্ডিং ০৪,ঈদগা মসজিদ,পূর্ব ছোলমাইল,গুলশান ,ভাটারা ,ঢাকা ১২১২।
  • প্রকল্প নং-১
  • প্রকল্প নং-২
  • প্রকল্প নং-৩
  • প্রকল্প নং-৪

সভাপতি

মনের কিছু কথা ও সমবায় কর্মসূচি

ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আর্থিক সংকটে নিস্পেষিত নিম্নবিত্তের মানুষকে নিজেদের স্বচ্ছলতার পথে এগিয়ে নিতে যে প্রতিষাঠানের সহযোগীতা পেতে পারে তা হলো সমবায় সমিতি। এটি সম্পূর্ণ মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না হলে ও সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানউন্নয়নই এর অন্যতম উদ্দেশ্য। কারন আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে এর মূল কারন হচ্ছেমূলধনের  অভাব, মূলধনের জন্য ব্যবসা করতে পারছে না।এতে দিন দিন বেকারত্তের চাহিদা বেড়েইচলেছে।অপর দিকে মহজনদের ঋণের চড়া সুদে মানুষ সাবলম্বী না হয়ে নিঃস্ব হয়ে পরেছে।আর এই সকল সমস্যা থেকে বাচার উপায় একমাত্র সমবায় সমিতি থেকে নিম্ন ও মধ্য বিত্ত ছোট ব্যবসায়ীদের জন্য পুঁজি যোগান নিশ্চিত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে সমবায় ব্যবসা একটি স্বীকৃত পদ্ধতি আর এই পদ্ধতির মাধ্যমে নিজেদের আয়ের কিছু অংশ বাধ্যতামূলক ভাবে সঞ্চয় করতে হবে। ক্ষুদ্র সঞ্চয় এক সময় ব্যাপক আকার মূলধনে রুপান্তরিত হয় এবং অবেহেলিত জন গোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করতে েঐক্য ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বদ্ধ পরিকর।


সাধারণ সম্পাদক